Welcome to the website of the Embassy of Bangladesh, Rome, Italy. |
Guidelines for enrollment for new Machine Readable Passport (MRP) |
নতুন মেশিন রিডেবল পাসপোর্টের এনরোলমেন্ট/সাক্ষাতকারের জন্য নিচের নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ - পাসপোর্ট ও বহির্গমণ অধিদপ্তরের (Department of Immigration and Passports) ওয়েব সাইট http://www.passport.gov.bd/ এর এই লিঙ্ক থেকে অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদনপত্র পূরণ করুন। - আপনার জন্ম নিবন্ধন সনদ থাকলে সাক্ষাতকারের দিন এর কপি আবেদনপত্রের সাথে জমা দিন। - আপনার জন্ম নিবন্ধন সনদ না থাকলে এই লিঙ্ক http://bdris.gov.bd/br/application থেকে ফরম পূরণ করে বাংলাদেশ দূতাবাসে জমা দিন এবং জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করুন । |
সাক্ষাতকারের দিন নিম্নবর্ণিত কাগজপত্রসমূহ দাখিল করুনঃ ১। অনলাইনে পূরণকৃত মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন পত্র; ২। মূল জন্ম নিবন্ধন সনদ ও এর কপি; ৩। বর্তমান পাসপোর্ট (যদি থাকে) এবং এর কপি; ৪। ২ কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি। (সন্তানের পাসপোর্টের আবেদন হলে পিতা ও মাতা উভয়ের ১ কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবিও প্রদান করতে হবে।) ৫। এমআরপি-এর ফি বাবদ প্রদত্ত একশত ইউরো-এর রশিদ। সাক্ষাতকারের পূর্বে দূতাবাসের পাসপোর্ট কাউন্টার থেকে এই রশিদ গ্রহণ করতে হবে। (শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক(চলতি বৎসরের) সার্টিফিকেট/পরিচয়পত্রের কপি প্রদর্শন ও জমা প্রদান সাপেক্ষে ছাত্রছাত্রীদের জন্য এই ফি ত্রিশ ইউরো তবে ছাত্রছাত্রীদের বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে।) |
মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন (রিনিউ)-এর জন্য নিচের নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ
- পাসপোর্ট নবায়ন (রিনিউ)-এর জন্য নিম্নে দেয়া লিঙ্ক হতে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করুন।
এমআরপি (ডিজিটাল পাসপোর্ট) রি-ইস্যু/তথ্য পরিবর্তন/সংশোধন আবেদন ফর্ম
- বর্তমান পাসপোর্ট এবং এর কপি
- হারানো পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট থানা (Questura) থেকে পাসপোর্ট নম্বর উল্লেখ পূর্বক সাধারন ডায়েরি (Denuncia) - এর কপি দাখিল করতে হবে।
- আবেদনপত্রে বর্তমান ঠিকানা ও আপনার মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। পাসপোর্টে কোন তথ্য পরিবর্তন/সংশোধন করতে হলে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং পরিবর্তনের/সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে।
- ২ কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি।
- এমআরপি-এর ফি বাবদ প্রদত্ত একশত ইউরো-এর রশিদ। সাক্ষাতকারের পূর্বে দূতাবাসের পাসপোর্ট কাউন্টার থেকে এই রশিদ গ্রহণ করতে হবে। [শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক(চলতি বৎসরের) সার্টিফিকেট/পরিচয়পত্রের কপি প্রদর্শন ও জমা প্রদান সাপেক্ষে ছাত্রছাত্রীদের জন্য এই ফি ত্রিশ ইউরো তবে ছাত্রছাত্রীদের বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে।]
Guidelines for getting 'No Visa Required' |
বাংলাদেশে গমনের জন্য ইতালিয়ান পাসপোর্টে ‘No Visa Required’ পাবার জন্য করনীয়ঃ |